Daily Frontier News
Daily Frontier News

তালায় মেহেরউন্নেছার রাজনৈতিক সুনাম নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

শাহিন জেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার পাটকেলঘাটায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বর্তমান তালা উপজেলা মহিলা দলের বর্তমান আহবায়ক ভুক্তভুগী মেহেরউন্নেছা মিনির রাজনৈতিক সুনাম নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
রবিবার দুপুর ২টায় পাটকেলঘাটা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলা স্থানীয় মহিলা দলের সম্মানিত নেত্রীবৃন্দের উপস্থিতিতে
২০২৩ সালের ২৬ মার্চ আমাকে বিএনপি’র অঙ্গ সংগঠন মহিলা দলের সভাপতি হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়। আমি শপথ গ্রহণের পরই সাধারণ কর্মী হিসাবে দলের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু গত কয়েক দিন ধরে আমার বিরুদ্ধে কিছু কুচক্রি মহল ষড়যন্ত্র মূলক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার রাজনৈতিক সুনাম ও মান সম্মান নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের সাথে আমি বা আমার পরিবারের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। আমি তাদের এই মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে লিখিত অভিযোগ দিয়েছি এবং আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
প্রিয় সাংবাদিকগন আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমি ও আমার পরিবারের সকল সদস্য বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। অথচ অতি দুঃখের বিষয়, কিছু কুচক্রি মহল আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য, ছবি, ভিডিও ভাইরাল করছে। যা আমার সম্মান ও মর্যাদাকে বিনষ্ট করছে। আমি এ সকল মিথ্যা কাল্পনিক মনগড়া অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আপনাদের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে পত্রিকার মাধ্যমে বিষয়টি অবহিত করে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
আপনারা জানেন যে, বিগত আওয়ামী সরকারবিরোধী আন্দোলনে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মিরা নির্যাতিত রক্তাক্ত ও নিপীড়িত নির্যাতনের শিকার হয়েছি আমরা। বিভিন্ন মিথ্যা মামলা হামলায় হয়রানির শিকার হয়েছি। অথচ সেই বিএনপির অঙ্গ সংগঠনের দলীয় ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির সুষ্ঠুভাবে মোকাবেলা করার লক্ষ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের একজন সাধারণ কর্মী হিসাবে নিরলস ভাবে দলের জন্য কাজ করে যাচ্ছি। অথচ আমার এই রাজনৈতিক অবস্থানকে বিতর্কিত করার জন্য কিছু কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সম্মানহানী করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
আমার সংবাদ সম্মেলন বিষয়ে আমার লিখিত বক্তব্য শেষ করতে চলেছি। আপনাদের আমার বিগত জীবনে আমি যে নির্যাতনের শিকার হয়েছি তা তুলে ধরেছি। ভবিষ্যতে কেউ যেন আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাতে না পারে সে বিষয়ে আপনাদের দৃষ্টি কামনা করছি। সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ ধরনের মিথ্যার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।

Daily Frontier News