শাহিন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিনধি
সাতক্ষীরার তালা উপজেলায় ছাত্রদল ও যুবদল নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ঘোনা খানপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ঘোনা গ্রামের যুবদল নেতা খান নাজমুল হোসেন জানান, পূর্বের শত্রুতার কারণে ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শাকিল খানের নেতৃত্বে ছাত্রদলের ৮-১০ জন সদস্য, ক্রীড়া সম্পাদক সাব্বির হোসেনসহ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও কর্মী আসাফুর রহমান, সবুজের উপর হঠাৎ হামলা চালায়। হামলায় আঘাত পেয়ে তিনি এবং তার ছোট ভাইসহ কয়েকজন আহত হন।
ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শাকিল খান বলেন, গাছ নিয়ে পূর্বের বিরোধের কারণে এ সংঘর্ষের সূত্রপাত। কথা কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। হামলায় ছাত্রদল নেতা সাব্বির হোসেন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।
তালা থানার ওসি শাহিনুর রহমান জানান, মারামারির ঘটনা সম্পর্কে তিনি জানেন, তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics