সাধন সূত্রধর,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রতি বছরের মতো এবারও ২০ হাজার অসহায় পরিবারের মাঝে যাকাতের কাপড় ও লুঙ্গি বিতরণ করলেন মানিকগঞ্জ-সাটুরিয়ার কৃতি-সন্তান ও বিশিষ্ট দানবীর ড. রফিকুল ইসলাম খান।
এলাকার প্রত্যেকটি গ্রামে ঘুর ঘুরে তিনি গরীব দুঃখী মানুষের মধ্যে এসব কাপড় ও লুঙ্গি বিতরণ করেন। ঈদকে ঘিরে নতুন শাড়ি, লুঙ্গী পেয়ে আনন্দিত সাধারণ মানুষ। এসময়ে ড. রফিকুল ইসলামের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছেন।
উল্লেখ্য, সাটুরিয়া উপজেলার নওগাঁ গ্রামের ড. রফিকুল ইসলাম খানের জন্য বিশেষ দিনগুলোতে এভাবেই অপেক্ষায় থাকে সাটুরিয়া-মানিকগঞ্জের হাজার হাজার অসহায় মানুষ। প্রতি বছর ঈদুল ফিতরের আগে গরিব দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে ড. রফিকুল ইসলাম আমেরিকা থেকে ছুটে আসেন নিজ এলাকায়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics