Daily Frontier News
Daily Frontier News

ধোঁয়াশা কুয়াশা মেঘাচ্ছন্ন রহস্য ঘেরা জালে—- সিরাজুম মুনিরা কায়ছান প্রত্যাহার ও পদোন্নতি বিষয়ে

 

.                     মন্তব্য কলাম—–

 

মোঃ জয়নাল আবেদিন বিশেষ প্রতিনিধি:-

 

.    ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব সিরাজুম মুনিরা কায়ছান প্রত্যাহারের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত আবশ্যক বলে মনে করেন বিভিন্ন মহল,সুধীমহল ও সুশীল সমাজ । তদন্ত শেষে ফলাফল উপস্থাপন করা সঠিক হবে সরাইলবাসীর সামনে ।

.    ঘটনার সূত্রপাত ২৬ মার্চ-২০২৫ইং ফেইসবুক প্রোফাইলে (AC Land Sarail) শেখ মুজিবুর রহমান কে স্বাধীনতার ঘোষক লিখা থাকায় একটি পোষ্ট কে কেন্দ্র করে সরাইল উপজেলা বিএনপির তোপের মুখে প্রশাসন তাকে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে প্রত্যাহার করে।

.    সূর্যোদয় ৫:৫৪ মিনিটে ২৬ মার্চ ২০২৫ ইং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোর ৫ টা ৪৫ মিনিট হইতে উপজেলা নির্বাহী অফিসার,এসিল্যান্ড,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা,সংষ্কৃতি,সামাজিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণের লক্ষে সকলেই মিলিত হয় উপজেলা চত্ত্বর স্মৃতিসৌধে। সকাল ৬:৩০ মিনিট পর্যন্ত সবাই মিলে একত্রে দায়িত্ব পালন করছিলেন ।

.   এসিল্যান্ড অফিসের কাজে একটি মোবাইল ব্যবহার করেন দাপ্তরিক। এসিল্যান্ড এর মোবাইল থেকে ৬ টা ৮ মিনিটে প্রথম শেখ মুজিবুর রহমান কে স্বাধীনতার ঘোষক ও স্বাধীনতা যোদ্ধের সংকীর্ণ বিবরন সহ একটি পোস্ট প্রোফাইলে প্রকাশ পায়। ১৯ মিনিট পর,আবার ৬ টা ২৭ মিনিটে ডিলিট হয়ে যায় !জানাজানি হয় ৬:৫০ মিনিট সময়। জনগণ, সংগঠনের কর্মকর্তা এলাকাবাসী, বিভিন্ন দপ্তর বিভিন্ন মহল, সুধীমহল ও সুশীল সমাজের জিজ্ঞাসা ? এত ব্যস্ততম সময়ে, কি ভাবে সম্ভব ?

.   ২০২১ইং সালের কোনো এক সময়,যে কোনো এক জন অফিস সহকারি খোলে ছিলেন প্রোফাইলটি । সি সি ক্যামেরায় দেখা যাচ্ছে কি না ? না কি কেউ ব্লাকমিলিং করেছে ? না কি আইডি হ্যাক হয়েছে ? এসব বিষয় যাচাই-বাছাই না করে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না করে প্রশাসনের এই সিদ্ধান্ত কে অনেকেই ভাল চোখে দেখছেন না। এই প্রোফাইলটি গত ৫ বছর ধরে, বিভিন্ন সময় বদলিকৃত এসিল্যান্ডগণ বা অন্য সহকারীদের হাতে ব্যবহৃত হইতে পারে ? ইহাতে প্রোফাইলের বিভিন্ন পাসওয়ার্ড, পিন কোড, বিভিন্ন জনের কাছে চলে যাওয়ার সম্ভাবনা আছে ? যেহেতু ২০২১ সাল থেকে ভিন্ন ভিন্ন হাতে ব্যবহার করে আসছে,গোপনীয় লক সবার কাছেই থাকতে পারে ?

অনেকেই মন্তব্য করেছেন,সুষ্ঠু তদন্ত না করে প্রশাসনের এমন সিদ্ধান্ত কে হঠকারী সিদ্ধান্ত বলে মনে করে ?

তবে সকলেই যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আসল রহস্য উদঘাটন চায় সরাইলবাসী ।

.   এ বিষয়ে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (বদলীকৃত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সিরাজুম মুনিরা কায়ছান মিডিয়া প্রতিনিধি কে জানান,কোনো কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন ব্যক্তিবর্গ দ্বারা তুপের মুখে পড়েছি ! বুঝতে পারিনি কি থেকে কি হতে যাচ্ছে ! আমি মিডিয়া ট্রায়ালের শিকার ! পুরো বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই পোস্ট দেই নি। আমার দাপ্তরিক প্রোফাইলটি পূর্বে থেকেই অনেকের কাছে ছিল বা থাকতে পারে। ব্যক্তি স্বার্থ ক্ষুন্ন করার জন্য কে বা কাহারা এমনটি করেছে । সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি ।

.   এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসক জনাব মো, মোশারফ হোসাইন এর নিকট মিডিয়া প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের ফেইসবুক আইডি অন্যের হস্তগত হয়ে অতীতে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। পরবর্তীতে তদন্তকরে দেখা গেছে সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি জানেই না তার আইডি থেকে কিভাবে এমনটা হয়েছে। সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর ক্ষেত্রে ও তেমনটা ঘটতে পারে। তাই আমি বলবো এর একটা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এই তদন্ত অনুযায়ী প্রকৃত অপরাধীকে শাস্তি প্রদান করা উচিত এবং নিরপরাধ কে মুক্তি দেওয়া উচিত।

 

Daily Frontier News