Daily Frontier News
Daily Frontier News

রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন :যাত্রী দুর্ভোগ চরমে

 

মোঃ সামিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর -রাজশাহী -ঈশ্বরদী রুটে চলাচলকারী জনপ্রিয় কমিউটার ট্রেনের ২ টি বগি কর্তনের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।গত ৩ মাস যাবত ট্রেনটির শত শত যাত্রী দাঁড়িয়ে ওই রুটে যাতয়াত করলেও রেল কতৃপক্ষের টনক নড়েনি।দ্রুত বগি সংযোজন না হলে সামনে ঈদের ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান,গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর্যায়ক্রমে তাবলীগ ইজতেমা উপলক্ষে বগি দুটি কর্তন করা হয়। আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, কমিউটার ট্রেনে বগি সংকটের কারনে যাত্রী দুর্ভোগের বিষয়টি আমরা রেলওয়ের উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান,বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে।সেগুলো দ্রুত ওই ট্রেনে সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Daily Frontier News