(শাহ্ খুলনা জেলা প্রতিনিধি)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রয়াত নেতা ঢালী মিজানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়রায় শোকসভা, দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) কয়রা উপজেলা ও স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ আয়োজন করেন।
এদিন সকালে তার নিজ বাস ভবনে একটি মিলনায়তনে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা ঢালী মিজানের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে আলোচনা সভায় বক্তারা ঢালী মিজানের রাজনৈতিক জীবন, দলের প্রতি তার অবদান ও সাহসী নেতৃত্বের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, “ঢালী মিজান ছিলেন দলের একনিষ্ঠ কর্মী ও সংগঠক। তিনি দলের স্বার্থে সর্বদা নিবেদিত ছিলেন। তার নেতৃত্বে কয়রায় যুবদল শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছিল। আজও তার শূন্যতা অনুভূত হয়।”
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইফতারে পূর্ব মুহুর্তে মসজিদে মসজিদে দোয়া করা হয়।
প্রসঙ্গত, ঢালী মিজান ছিলেন কয়রার রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় ও বলিষ্ঠ নেতা। তার অকালে চলে যাওয়া আজও নেতাকর্মীদের মনে গভীর শূন্যতার সৃষ্টি করেছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics