Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বর্বর ইসরাইল ও ভারতে মুসলমানদের উপর নৃশংস আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বর্বর ইসরাইলি, নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে হত্যা ও ভারতের মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের নিশংস আক্রমণের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে।

২২শে মার্চ শনিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি আমতলী বাজার হতে শুরু করে বিজয়নগর উপজেলা চত্বর পদক্ষিণ হয়ে উপজেলার মির্জাপুর মোড়ে প্রতিবাদী বক্তব্য ও বিশেষ দোয়ার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিজয়নগরের ধর্মপ্রাণ মুসলমান, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র শিক্ষক ও মাদ্রাসা পড়ুয়া কোমলমতি বাচ্চারা। বক্তারা ভারত ও ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান। ইহুদী-নাছারাদের নিরীহ মুসলমানদের উপর এমন আচরণ মেনে নেওয়া যায় না, বিশ্বের সকল মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান। এমন কি ভারতের মোদি সরকারের নীরব ভূমিকা প্রমাণ করে তার ইশারায় ভারতে মুসলমানদের উপর হামলা হচ্ছে এবং ইসরাইলিরা শান্তি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনিদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরাইল, ভারতীয় পতাকা ও নরেন্দ্রমোদি ও নেতানিয়াহুর কুশপত্তলিকায় বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে।

মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, মুফতি এনামুল হক বাশারী, মাওলানা বদরুল আলম শাজাহান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, কারী আল আমিন, মুফতি আব্দুল মোমিন মেজবাহ, মাওলানা কাজী জিয়াউর রহমান, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মুসা আল হাবিব, মাওলানা শাহেদ আলী, মাওলানা কবির হোসেন, কারী মুবাশ্বির হোসাইন,হাফেজ শহিদুল ইসলাম প্রমুখ।

Daily Frontier News