রবিউল ইসলাম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:-
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন এর পুর্বসমশ্চুরা লাল টেংগুর টিলার নামার ধান ক্ষেতের চারপাশে দেওয়া কারেনের তারে আটকে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধানখেতের মালিক কৃষক জিয়াউল হককে গ্রেফতার করেছে পুলিশ। জিয়াউল হক নালিতাবাড়ীর পুর্ব সমশ্চুরা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
জানা যায়, নালিতাবাড়ী সীমান্তে কয়েকদিন যাবৎ বন্যহাতির একটি দল ধানখেতে তাণ্ডব চালিয়ে আসছিল। এজন্য কৃষক জিয়াউল হক তার ধানখেত রক্ষার জন্য জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। বৃহস্পতিবার রাতে সমশ্চুরায় বন্যহাতির দল কৃষক জিয়াউলের বোরো ধানখেতে খাবারের সন্ধানে আসে। একপর্যায়ে পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন,জিয়াউল হক নামে এক কৃষক ধানক্ষেত বাঁচাতে জিআই তার দিয়ে ধান ক্ষেতের চারপাশে বিদ্যুৎএর তার দিয়েছে আর সেই তারে আতিকে বন্যহাতি মারা যায় এবং এভাবে হাতিটি হত্যা করা হয় । তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics