Daily Frontier News
Daily Frontier News

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহল দল কর্তৃক বিশেষ অভিযানে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

 

মোঃ আল আমীন বক্স ব্রাহ্মণবাড়িয়া:-

 

.   জেলা ব্রাহ্মণবাড়িয়া ২০শে মার্চ ২০২৫ তারিখে আনুমানিক ০১৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে সীমান্ত পিলার ২০০১/এমপি হইতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আমতলী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

.    উক্ত অভিযানে ভারতীয় উন্নত মানের চশমা ও সানগ্লাস- ৯,৩৪০ পিস,কসমেটিকস সামগ্রী-২,১০৬ পিস, শাড়ী,থ্রি-পিস,ম্যাক্সি,ওড়না ও ব্লাউজ-৮৫৩ পিস,থান কাপড়-১৩৬০ মিটার,কম্পিউটার সামগ্রী-১৪২ পিস আটক করে। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,২৯,৯৯,১৫০/- (এক কোটি ঊনত্রিশ লক্ষ নিরানব্বই হাজার একশত পঞ্চাশ) টাকা। আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

.    লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি (অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া  সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Daily Frontier News