Daily Frontier News
Daily Frontier News

নালিতাবাড়ীতে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত

 

রবিউল ইসলাম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ

 

শেরপুরের নালিতাবাড়ীতে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব ফোরামের আয়োজনে শনিবার(১৫ মার্চ) সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ফোরামের সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা আক্তার ববি। এসময় অন্যান্যদের মধ্যে বন্তব্য রাখেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য বিপ্লব দে কেটু, যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, অমা রাণী দেবসেন, ইউনাইটেড ফর হিউম্যানিটির সাধারন সম্পাদক সাদ আল জুনাইদ, ইয়েস দলনেতা সারোয়ার হোসাইন, ল্যাংগুয়েজ ক্লাবের সদস্য আহম্নেদ জুনাইদ, নালিতাবাড়ী বন্ধুসভার দপ্তর সম্পাদক রনি প্রমুখ৷

সভায় ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সমাজে শান্তি,সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দিক-নির্দেশনা ও করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷

Daily Frontier News