ফজল উদ্দিন নিজস্ব প্রতিবেদক:-
ছাতকে “নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণে ঐকান্তিক চেষ্টা” এই স্লোগান কে হৃদয়ে ধারন করে তরুন সংঘ গোবিন্দনগর পশ্চিমপাড়ার পক্ষ থেকে দেশি ও প্রবাসী ব্যক্তিবর্গের সহায়তায় মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনায় ৫ম বারের মতো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন করা হয়, জানা যায় তরুণ সংঘ, গোবিন্দনগর পশ্চিম পাড়া সংগঠনটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, সংগঠনের কাজ মানব সেবায় নিয়োজিত, গোবিন্দনগর পশ্চিম পাড়ার কিছু মানবিক তরুনেরা সমাজের উন্নয়ন মূলক কাজে অবদান রাখার জন্যই এই তরুন সংঘ গোবিন্দনগর সংগঠন তৈরি করা হয়।
উক্ত সংগঠনের পক্ষ থেকে আজ ১৪ ই মার্চ রোজ শুক্রবার এলাকার মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় একটি ইফতার ও দোয়া মাফফিল এর আয়োজন করে তরুন সংঘ গোবিন্দনগর পশ্চিমপাড়া সংগঠনের মানব সেবকগন
এসময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, এলাকার বিশিষ্ট মুরব্বি মতিউর রহমান,ফখরুল ইসলাম, আব্দুল করিম এনাম, নুর ইসলাম,আব্দুল্লাহ বিন মোস্তফা সহ আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও বক্তব্য প্রদান করেন , এলাকার কৃতি সন্তান আব্দুল্লাহ বিন মোস্তফা, প্রধান অথিতি হিসেবে বক্তব্যের শুরুতেই নির্যাতিত ফিলিস্তিন মুসলিমদের স্বরন করে বক্তব্য প্রদান করেন ছাতক উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics