এস.পি.সেবু সিলেট থেকে:
লতিফিয়া সংগঠন মীরের গাঁও এর উদ্যোগে এবং প্রবাসী ও গ্রামবাসীর অর্থ প্রদানে মীরের গাঁও গ্রামে* *ইফতার ও মিলাদ মাহফিল* সফলভাবে আয়োজিত হয়েছে। সকলের সহযোগিতায়, আমরা অত্যন্ত আনন্দের সাথে এই মাহফিলটি সম্পন্ন করেছি।
*ইফতার মাহফিল* আয়োজিত হয় *১২ রমাদান, ১৩ই মার্চ ২০২৫* এবং এতে উপস্থিত সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের *প্রবাসী ভাই-বোনদের* প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যারা অর্থ প্রদান ও সহযোগিতার মাধ্যমে আমাদের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন। আমরা আশা করি, আগামীতেও আমাদের সংগঠনের সাথে তারা একসাথে কাজ করে যাবে এবং সহযোগিতা প্রদান করবে।
—
*এক নজরে লতিফিয়া সংগঠন মীরের গাঁও পরিচিতি:*
– *প্রতিষ্ঠা:* ২০২৪ সালে
– *প্রতিষ্ঠাতা:*
– *কারী মোহাম্মদ জুবায়ের আহমেদ*
– *মোহাম্মদ জাকির হোসেন*
– *মোহাম্মদ ফারহান আহমেদ*
– *মোঃ আনাস আলী*
– *মোহাম্মদ বোরহান আহমেদ*
*বর্তমানে পরিচালনা করছে:*
*মীরের গাঁও গ্রামের যুব সমাজ*
*বর্তমান সভাপতি:* *জনাব রোয়াব আলী সাহেব*
—
আমরা আশা করি, সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা *লতিফিয়া সংগঠন মীরের গাঁও* এর সাথে সবসময় সহযোগিতা করবে এবং আমাদের প্রয়াসে পাশে থাকবে। আমাদের সবার একত্রিত প্রচেষ্টায় আমরা আরো উন্নত এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হব।
উপস্থিত ছিলেন মীরের গাঁও গ্রামের জনাব খোরশেদ আলী সাহেব মশব আলী সাহেব সুরুজ আলী সাহেব আওলাদ আলী সাহেব মানিক মিয়া আব্দুল মমিন আব্দুল জলিল মুহিবুর রহমান মখদুছ আলী আব্দুর রব জাবেদা আহমদ জুবায়ের আহমদ আব্দুল জাহির ইয়াসিন মির্জা আলাউদ্দিন শাহাবুদ্দিন রায়হান আহমদ মীরের গাঁও মাদ্রাসার প্রিন্সিপাল ইসলাম উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics