Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযানে ৭০ কেজি গাঁজা, ২৫৫ বোতল ফেন্সিডিল ৬৮০ বোতল স্কপ সিরাপ সহ ১ জন আটক 

 

মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া:-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ দাসপাড়া সাকিনস্থ কোদালিয়া সরকারি খালের উত্তর পাশে নির্মল দাসের সবজি ক্ষেতের ভিতর

.   রোজ সোমবার ১০ই মার্চ ২০২৫খ্রিঃ ৯:৪৫ ঘটিকার সময় বিজয়নগর থানার এসআই(নিরস্ত্র)/মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স সহ এবং সেনা বাহিনী টিম সহ বিজয়নগর  থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা কালে বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ দাসপাড়া সাকিনস্থ কোদালিয়া সরকারি খালের উত্তর পাশে নির্মল দাসের সবজি ক্ষেতের ভিতর হইতে উদ্ধার করা হয় ।

.   আটক আসামী-মোঃ উজ্জল খাঁন (৩২), পিতা-মৃত চাঁন মিয়া খাঁন, মাতা-সুফিয়া খাতুন, সাং-কাশিনগর পূর্ব পাড়া (খাঁ বাড়ি), ৭নং ওয়ার্ড, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়ার দখল ও হেফাজত হইতে ৭০ (সত্তর) কেজি গাঁজা, ২৫৫ বোতল ফেন্সিডিল এবং ৬৮০ বোতল স্কপ সিরাপ উদ্ধার ও আটক করে ।

.   এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলী মিডিয়া প্রতিনিধি কে জানান,মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি কোট হাজতে সপোর্দ করা প্রক্রিয়াধীন।

Daily Frontier News