Daily Frontier News
Daily Frontier News

আজ পবিত্র রমজান উপলক্ষে উস্তি তে বন্ধু মহলের ইফতার মজলিস

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক অধীনে ঐতিহাসিক উস্তি র হাটে ইফতার মজলিস এর আয়োজন করেন উস্তি র বন্ধু মহল।এই পবিত্র ইফতার মজলিসে বহু রোজাদারদের সঙ্গে সামিল হয়েছেন বহু সনাতন ধর্মাবলম্বীরা। এবং মাগরিব এর সময় মহান আল্লাহর দরবারে হাত তুলে বিশ্বের শান্তির জন্য দোয়া হয়। এবং সকল মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে তার জন্য দোয়া চাওয়া হয়। পরিশেষে মাগরিবের আজান হয়। শুরু হয় ইফতার খাওয়া।এই ইফতার মজলিসে নানা ফল ও ফুলের ডালা সাজানো হয় রোজাদারদের জন্য। এবং এই রমজান মাসের বিখ্যাত হালিম পরিবেশন করা হয়। আজকের এই ইফতার মজলিস টি উপস্থাপনা করেন মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেস এর সভাপতি এহসান হালদার এবং হাফিজুল ভাই এবং উস্তি অঞ্চল এর তৃনমূল দলের নেতা এমদাদুল ইসলাম ওরফে বাবুলাল এবং সি পি আই এম এর উস্তি এরিয়া কমিটির এবং উস্তি হাট কমিটির সদস্য সাজিদুল হক সেখ এবং উত্তর কুসুম অঞ্চল তৃনমূল কংগ্রেস এর উত্তর ঘোলা নওয়াপাড়া তৃনমূল কংগ্রেস এর নেতা সাইদ মাসুদ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।।

Daily Frontier News