Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ভুয়া সাংবাদিক আটক

মো: জয়নাল আবেদীন বিশেষ প্রতিনিধি:-

.   জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানাধীন ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত সিঙ্গারবিল বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে। রোজ শনিবার ৮ই মার্চ ২০২৫ইং দুপুর প্রায় ১২.৩০ ঘটিকায় সময় ঘটনা ।

.    সূত্রে জানা যায় গত ২/৩ দিন যাবৎ মোস্তফা মনসুর সজল বিজয়নগর উপজেলা ৭নং সিঙ্গারবিল ইউনিয়নস্হ সিঙ্গারবিল বাজার সিএনজি স্ট্যান্ডে আসিয়া সাংবাদিক পরিচয় দিয়ে,মোঃ রতন মিয়া (৩৮), পিতা- মৃত আরজু মিয়া, মাতা-রাবিয়া বেগম সাং-কাশিনগর, ইউপি-৭নং সিঙ্গারবিল,থানা-বিজয়নগর,জেলা ব্রাহ্মণবাড়িয়া’র নিকট ১০,০০০/-(দশ হাজার) টাকা চাঁদা দাবি করে। রতন গং চাঁদা প্রদান করিতে অস্বীকার করায়,সাংবাদিক নামধারী মোস্তফা মনসুর সজল, (১) দ্বীন ইসলাম (৩০), পিতা- মৃত আবু তাহের, (২) মোঃ মাশুক মিয়া (৩২), পিতা- জসিম উদ্দিন, (৩) মোঃ রিমন মিয়া প্রকাশ ইউসুফ (৩০), পিতা- মোঃ আবুল মিয়া, (৪) মোঃ উজ্জল মিয়া (৩২), পিতা- মোঃ বাহার মিয়া, (৫) মোঃ আমির মিয়া (৩১), পিতা- মোঃ শিশু মিয়া, (৬) আনোয়ার হোসেন (৩৫), পিতা- কানু মোল্লা, সর্ব সাং-কাশিনগর, ইউপি- সিঙ্গারবিল, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদের বিরুদ্ধে অহেতুক সংবাদ প্রচার করিবে বলিয়া বিভিন্ন ধরনের হুমকি ধমকি প্রদান করে।

.    এরই ধারাবাহিকতায় অর্থাৎ ৮ই মার্চ ২০২৫ইং দুপুর অনুমান প্রায় ১২.৩০ ঘটিকায় অপ সাংবাদিক মোস্তফা মনসুর সজল, একটি টিভিএস মোটর সাইকেল যোগে বিজয়নগর উপজেলার ৭ নং সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত সিঙ্গারবিল বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে আসিয়া রতন মিয়া গং নিকট পূর্বের ন্যায় ১০,০০০/-(দশ হাজার) টাকা চাঁদা দাবি করে।

.    উক্ত সময় রতন মিয়া গং ৬ জন নাম উল্লেখিত সহ বর্ণিত ব্যক্তিগন, ভুয়া সাংবাদিক মোস্তফা মনসুর সজল কে চাঁদা প্রদান করিতে অস্বীকার করিলে,মোস্তফা মনসুর সজল, রতন সহ ৬ জন কে প্রাণ নাশের হুমকি ধমকি প্রদান করে। একপর্যায়ে উপস্থিত সকলে,মোস্তফা মনসুর সজল কে কোন টেলিভিশনের সংবাদিক জানতে চাইলে, সে একেক সময় একেক টেলিভিশনের পরিচয় প্রদান করে। মোস্তফা মনসুর সজলের কথা-বার্তা সন্দেহ জনক মনে হইলে, উপস্থিত সকলে সজলের ব্যাগ ও মোটর সাইকেল সহ আটক করে।

.   তারপর মোস্তফা মনসুর সজল কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করিলে সে ভুয়া সাংবাদিক হিসেবে সকলের নিকট স্বীকার করে। সজল তাহার পরিচয় গোপন করিয়া প্রতারণা করে।

.    কথিত সাংবাদিক এর নাম ও ঠিকানাঃ মোস্তফা মনসুর সজল (৩১), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-ছতুরা চানপুর, ইউপি-দরখার, থানা-আখাউড়া, এ/পি সাং-মধ্যপাড়া,৫নং ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

.   এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী মিডিয়ার প্রতিনিধি কে জানান, বিজয়নগর থানা ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে । বিজয়নগর থানার ,এফআইআর নং-১১, তারিখ- ০৮ মার্চ, ২০২৫; জি আর নং-৯০, তারিখ- ০৮ মার্চ, ২০২৫; ধারা- 419/385/506 The Penal Code, 1860. আসামি কে কোর্ট হাজতে সপোর্দ করা হয়েছে ।বিজয়নগর থানা এলাকা আমাদের বিভিন্ন টিমের অভিযান অব্যাহত আছে। আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি ।

Daily Frontier News