Daily Frontier News
Daily Frontier News

ছাতকের জাউয়াবাজারে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ-

সুনামগঞ্জ জেলার ছাতক থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির নাম নুরুল আমিন (৫৪)।
নুরুল আমিন উপজেলার লক্ষমসোম গ্রামের ফজর আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে জাউয়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নুরুল আমিনের কাছ থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক বোতল BLACK PURE WHISKY নামীয় ভারতীয় মদ এবং নগদ ২,৪১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Daily Frontier News