Daily Frontier News
Daily Frontier News

আজ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।

 

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।

 

 

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে শুরু তে ভোট প্রদান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার এন ডি এ মনোনীত প্রার্থী আদিবাসী জনগোষ্ঠীর নেত্রী দ্রৌপদী মুম্মু কে জেতাতে ভোট প্রদান করেন। অন্যদিকে বিরোধী দলের জোট প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিঙ ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভোট প্রদান করেন ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং ভারতের রাজ্যসভার বিরোধী দলের নেতা শ্রী মল্লিকার্জুন খাগরে এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের এম পি অভিষেক ব্যানার্জী ও পশ্চিম বাংলার তৃনমূল দলের এম পি ও বিধায়করা ভোট প্রদান করেন। সাথে সাথে ভারতের বিরোধী দল যে যেখানে আছেন তারা বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিঙ কে ভোট প্রদান করেন। যায় মধ্যে এন সি পি ও আর জে ডি এবং সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি ও মোট ১৭টি, দল ভোট প্রদান করেন। অন্যদিকে বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিঙ বিরুদ্ধে যিনি এন ডি এর প্রার্থী তাকে সমর্থন করেন বি জে পি এবং বি জে ডি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা শিবসেনা বহুজন সমাজবাদী পার্টির সদস্যরা। হিসাবের দিক থেকে এগিয়ে আছে এন ডি এ জোটের প্রার্থী দ্রৌপদী মুম্মু। আজকের রাস্ট্রপতি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট দাদাদের মধ্যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও ওড়িশা র মুখ্যমন্ত্রী নবীন পাট্টা নায়েক এবং তেজষী যাদব ও উদ্বভ ঠাকরে এন সি পি নেতা শারদ পাওয়ার অশোক গৌলত, ভূপেশ বাগেলা, পৃথীরাজ সিঙ চৌহান, দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যোনারায়ন , হেমন্ত শোরেন, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব সরম্মা, সহ বিভিন্ন রাজ্যের এম পি ও বিধায়করা। তবে কে জিতবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে গনিতের অঙ্কের হিসেবে এগিয়ে বিজেপি সমর্থনে এন ডি এ প্রার্থী দ্রৌপদী মুম্মু।।

Daily Frontier News