মো: শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া:-
. জেলা হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা ৭ই মার্চ ২০২৫ইং তারিখে আনুমানিক রাত প্রায় ৩:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৬/২-এস হইতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালঞ্চপুর নামক স্থান দিয়ে ২ জন ব্যক্তিকে ভারত হইতে বাংলাদেশের দিকে আসতে দেখে।
. বিজিবি কর্তৃক ধাওয়া করলে বাংলাদেশী নাগরিক মোসাঃ ফাতেমা বেগম (৩৫), স্বামী মোঃ মনির হোসেন, গ্রামঃ বদনী ভাঙ্গা, পোস্টঃ ছোটভাদুরা থানাঃ মোড়লগঞ্জ জেলাঃ বাগেরহাট কে আটক করে এবং অপরজন মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়।
. বিজিবি কর্তৃক আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে জিজ্ঞাসাবাদে জানা যায়, ১ বছর পূর্বে ভারতে কাশ্মীরে বসবাসরত তার স্বামীর নিকট চিকিৎসার জন্য গমন করে এবং ৭ই মার্চ ২০২৫ইং তারিখে বাংলাদেশে ফেরত আসার ধর্মঘর বিওপির টহল দলের নিকট আটক হয়।
. উল্লেখ্য, উক্ত মহিলার স্বামী ভারতের কাশ্মীরে ভাঙ্গারীর ব্যবসা করে। আটককৃত মহিলার নিকট হইতে ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক কে মোবাইল ফোন সহ মাধবপুর থানায় মামলা দায়ের করে, হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
. লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি (অধিনায়ক) মিডিয়া প্রতিনিধি কে বলেন,জেলা হবিগঞ্জের সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics