ফজল উদ্দিন ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:-
ছাতক উপজেলাজুড়ে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। এ সিন্ডিকেট চত্রেুর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা,৩জন অসাধু ব্যবসায়িকে আটক করা হয়েছে।
সয়াবিন তেল ডিলার গোবিন্দগঞ্জ বাজারের উসমান স্টোরের মালিক মোঃ উসমানী আলীকে ১লাখ ১০ হাজার,হাজী আব্দুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা,ফখরুলের দোকানে ৫০ হাজার ও আল আমিন ষ্টোরে ৫০ হাজার টাকা,ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচারি আখতার হুসেনকে ৩০হাজার,মা-বাবা পোল্ট্রি দোকানের আলী আহমদ ৩০ হাজার টাকাসহ তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। হাজী আব্দুল কদ্দুছের দোকানের অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে মালামাল সরানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার,ট্রাফিক পয়েন্ট বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ ৭০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। (গত ৪ মার্চ)মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ও সেনা বাহিনীর মেজর জাবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান কালে ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম জরিমানা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অব্যাহত থাকবে।১
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics