সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় পুকুরে ডুবে টুম্পা রানী বিশ্বাস (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মাগুরা ডাঙ্গা গ্রামে মর্মান্তিক হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।
টুম্পা মাগুরা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী ও শিক্ষকরাও গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics