জেলা প্রতিনিধি।
সাতক্ষীরার পাটকেলঘাটায় ফাগুনের এই দুপুরে হঠাৎ এক পশলা বৃষ্টি নেমেছে। রোদের তেজে ঝলসে যাওয়া জনপদে স্বস্তি এনে দিয়েছে এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টিধারা।
আজ দুপুরে আকাশ হালকা মেঘলা থাকলেও বৃষ্টি নামবে এমন কোনো পূর্বাভাস ছিল না। কিন্তু হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসে ঝুম বৃষ্টি। কিছু সময় স্থায়ী হওয়া এই বৃষ্টিতে একদিকে যেমন পথচারীরা কিছুটা বিপাকে পড়েন, অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
স্থানীয় এক দোকানদার জানান, “এমন আচমকা বৃষ্টি সত্যিই চমকে দিয়েছে। তবে এই গরমের মধ্যে কিছুটা ঠাণ্ডা অনুভব করছি, যা ভালোই লাগছে।”
পাটকেলঘাটাসহ আশপাশের এলাকায়ও এই বৃষ্টি দেখা গেছে বলে জানা যায়। আবহাওয়া অফিসের তথ্যমতে, মৌসুমের পরিবর্তনের কারণে এমন হালকা ঝড়-বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনে আরও বৃষ্টি হতে পারে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী পূর্বাভাসের জন্য।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics