Daily Frontier News
Daily Frontier News

বিবিসি নিউজে ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন চাঁপাইনবাবগঞ্জের এসএম রুবেল

 

মোঃ মুনিরুল ইসলাম গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ-

 

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বাংলা বাংলাদেশ এজেন্ট টুয়েন্টি ফোর ডটকম সংবাদ বিভাগে ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক এসএম রুবেল। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বাণিজ্যিক শিল্প এলাকায় ২৪-২৫, দিলকুশা সি/এ,ঢাকা-১০০০-এ মতিঝিল বিবিসি বাংলার নিজস্ব কার্যালয়ে তাকে নিয়োগপত্র তুলে দেয়’ দেশের সেরা সংবাদমাধ্যম বিবিসি নিউজ বাংলা,ক্রাইম রিপোর্টার এসএম রুবেলের হাতে।

বিবিসি বাংলার নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন, বিবিসি বাংলার সম্পাদক ড.কাজী সোহেল চৌধুরী। সম্প্রতি বিবিসি বাংলায় সাংবাদিক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসএম রুবেলকে নিয়োগ দেয়া হয়।

নিয়োগপ্রাপ্তির পর তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে বিবিসি বাংলার ক্রাইম রিপোর্টার এসএম রুবেল জানান, ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি নিউজ টুয়েন্টিফোরের মতো একটি গণমাধ্যমে আমাকে নিয়োগ দেয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। আমার উপর বিবিসি নিউজ যে আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ্ আগামীতে তার যথাযথ মূল্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করব।

এর আগে চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে সুনাম ও দক্ষতার সাথে সাংবাদিক এসএম রুবেল দৈনিক খবরের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Daily Frontier News