সিনিয়র বিভাগীয় ব্যূরোচীফ সিলেট-চট্টগ্রাম বিভাগঃ-
. হবিগঞ্জের মাধবপুর উপজেলা ২৩শে ডিসেম্বর ২০২৪ইং তারিখে আনুমানিক ৮:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৬/৫-এস হইতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সস্তামোড়া নামক স্থান হইতে ২ জন মানব পাচারকারীর দালাল এবং ৫ জন বাংলাদেশী নাগরিক সহ সর্বমোট ৭ জন কে অবৈধভাবে ভারতে গমনকালে আটক করে ।
. আটক ব্যক্তিরা হলেন (ক) ঘনুরঞ্জন সরকার(২৩), পিতা-সামু সরকার,গ্রামঃ-তীরকোনা,পোষ্টঃ-সরাইল, থানাঃ-সরাইল,জেলাঃ-ব্রাহ্মণবাড়িয়া। (খ) রাম গোবিন্দ দাস (৩৭), পিতা-রাজকুমার,গ্রামঃ-সিংহগ্রাম,পোষ্টঃ লক্ষীপুর,থানাঃ-নাসিরনগর,জেলাঃ-ব্রাহ্মণবাড়িয়া।(গ) ধর্মদাস (২৩), পিতা-রাজকুমার,গ্রামঃ-সিংহগ্রাম,পোষ্টঃ- লক্ষীপুর,থানাঃ-নাসিরনগর,জেলাঃ-ব্রাহ্মণবাড়িয়া (রাম গোবিন্দ দাসের ছোট ভাই)।(ঘ) সুশীল শাহাজী (২০), পিতা-লালমোন শাহাজী, গ্রামঃ-সিংহগ্রাম, পোষ্টঃ-লক্ষীপুর, থানাঃ-নাসিরনগর,জেলাঃ-ব্রাহ্মণবাড়িয়া।(ঙ) মোঃ মনির (৪৫),পিতা-চান মিয়া,গ্রামঃ-রাজপ্রাসাদ,পোষ্টঃ-রাজপ্রাসাদ, থানাঃ- রায়পুরা,জেলাঃ-নরসিংদী।
. মানব পাচারকারীর দালাল- (ক) মোঃ হ্রদয় মিয়া (২৫), পিতা- মোঃ কামাল মিয়া, গ্রামঃ- সন্তোষপুর, পোষ্টঃ-ধর্মঘর, থানাঃ- মাধবপুর, জেলাঃ- হবিগঞ্জ।(খ) মোঃ মোখলেছুর রহমান (৩০), পিতা- মৃত ওলি রহমান, গ্রামঃ- সন্তোষপুর, পোষ্টঃ- ধর্মঘর, থানাঃ- মাধবপুর, জেলাঃ- হবিগঞ্জ।
. আটককৃত অবৈধ ভাবে ভারতে গমনেচ্ছু বাংলাদেশী নাগরিকদের কে জিজ্ঞাসাবাদে তাহারা জানায়, মানব পাচারকারীর দালাল মোঃ মোখলেছুর রহমান এবং হৃদয় মিয়া এর মাধ্যমে আট হাজার টাকার বিনিময়ে ঘনুরঞ্জন সরকার বেড়ানোর উদ্দেশ্যে এবং প্রতি জন দশ হাজার টাকার করে বিনিময়ে ধর্মদাস, রাম গোবিন্দ দাস, সুশীল শাহাজী ও মনির রাজ মিস্ত্রীর কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হইতে ভারতের আগরতলায় গমনের সময় ধর্মঘর বিওপির টহলদল আটক করে।
. আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের নিকট হইতে এন্ড্রয়েড মোবাইল ফোন-৪টি, বাটন মোবাইল ফোন-২টি এবং বাংলাদেশী নগদ ১৩,৮০০ টাকা পাওয়া যায়। আটককৃত মানব পাচারকারীর দালাল’সহ উক্ত ৭ জন বাংলাদেশী নাগরিকদের কে মাধবপুর থানায় মামলা দায়ের করে, হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
. লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন,সীমান্ত এলাকা দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics