শাহিন বিশ্বাস জেলা প্রতিনিধি:-
সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে টাটা ক্রপ কেয়ার কোম্পানির পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ ডিসেমম্বর কোম্পানির চেয়ারম্যান গোবিন্দ কুমার সাধুর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশব কুমার সাধু, বিশেষ অতিথি কোম্পানির পরিচালক স্বপন কুমার সাধু,পরিচালক বাবু দেবাশীষ সাধু অপু, বিজনেস হেড কৃষিবিদ মোঃ কাজী ওমর ফারুক, সম্মানিত অতিথি বাবু নারায়ন সাধু, সহ কোম্পানির একাধিক অফিসার উপস্থিত ছিলেন।
সকাল থেকে দিনব্যাপী এ সম্মেলনে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। কৃষি পণ্যের গুণগত মান এবং কৃষকদের চাহিদা পূরণে টাটা ক্রপ কেয়ার কোম্পানির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তাঁরা পরিবেশকদের কাছে বাজারে নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে বিস্তারিত ধারণা দেন।
অনুষ্ঠানে কোম্পানির পরিবেশকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী পর্বে কর্মকর্তারা পরিবেশকদের উৎসাহিত করে বলেন, টাটা ক্রপ কেয়ার কোম্পানি কৃষি উন্নয়নে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে উৎসাহিত করছে।
সম্মেলনটি স্থানীয় পরিবেশকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তাঁদের পণ্যের প্রসার ও উন্নয়নে সহযোগিতার অঙ্গীকারের মাধ্যমে প্রথম পর্ব শেষ হয়।
সার্বিক অনু্ষ্ঠানটি সঞ্চালনা করেন, কোম্পানীর ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম। সর্বশেষ লটারী কুপনে অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে এলইডি টিভি, মোবাইল ফোন, রাইস কুকার, সহ বিভিন্ন পুস্কার বিতরন করা হয়।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics