Daily Frontier News
Daily Frontier News

মহান বিজয় দিবসে কুমিল্লা প্রেসক্লাবে আলোচনা সভা

 

নিজস্ব প্রতিবেদকঃ-

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়া।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর পরিচালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মোঃ সহিদ উল্লাহ মিয়াজী, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক বাহার রায়হান, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, সাংবাদিক সহিদ উল্লাহ, জামাল উদ্দিন দামালসহ অন্যরা।
আলোচনা সভায় নবীন ও প্রবীনদের নিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন বিষয়ে আলোচনা ও স্মৃতিচারণ করা হয়।

Daily Frontier News