Daily Frontier News
Daily Frontier News

পেশাদার ডাকাত খিজির আহমেদ ওরফে খাজা বাকি বিল্লাহ গণধোলাই এর শিকার চাঁদাবাজি করতে  গিয়ে 

বিশেষ প্রতিনিধি :

 

২০২২ সালে পেশাদার ডাকাত খিজির আহমেদ ওরফে খাজা বাকিবিল্লাহ কে গ্রেফতার করে র‍্যাব -৪, রাজধানীর গাবতলীর গুইদারটেক খিজির আলী মসজিদের পাশের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে  , তুরাগ থানা মামলা ৭-৭-২০১৫ ইং ও নরসিংদীর মনোয়ারদী থানা মামলা নং ১৯-(৬)-২০১৫ এর গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল , দুই জেলায় দুই ডাকাতি মামলা থাকায় ধরা যেতে পারে তার একটি ডাকাত বাহিনী রয়েছে এবং তিনি পেশাদার ডাকাত তবে রহস্যময় ঘটনা হলো এই ডাকাত একেক সময় একেক ছদ্দবেশে এই ডাকাতির কার্যক্রম করে আসছেন বলে একাধিক ব্যক্তি জানান , কখনো নদীর ঘাটে মসজিদ বানিয়ে ইমাম সেজে অবস্থান করে রাতে নদীতে ডাকাতি করে, কখনো সরকারি দলের পদ পদবী বহন করে তাদের আশ্রয় থেকে সুযোগ মতো এ ডাকাতি কার্যক্রম চালিয়ে যান আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর এ পেশাদার ডাকাত বিএনপি’র কমিটিতে অবস্থান করার জন্য লবিং শুরু করে

কিন্তু বিএনপি’র নেতাকর্মীরা পেশাদার ডাকাত পরিচয় জেনে তাকে আর কমিটিতে রাখতে রাজি হননি বলে সুকৌশলে তিনি  গাবতলীর আহমেদনগর জামাতে ইসলামীর কমিটিতে যোগদান করেছেন বলে এলাকাবাসী জানান এবং তারপর থেকে আবার তিনি বেপরোয়া ডাকাতির পাশাপাশি ছিনতাই চাঁদাবাজি চুরি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন এই পেশাদার ডাকাত , কিছুদিন আগে গাবতলী দিপনগর নদীর ঘাটে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই এর শিকার হন এই পেশাদার ডাকাত খিজির আলী ওরফে খাজা বাকি বিল্লাহ , তখন তার একজন সহযোগী সেনাবাহিনীর হাতে আটক হলে থানায় সোপর্দ করা হয় এরপর থানায় লিখিত দিয়ে আসতে হয় ওই সহযোগীকে এমনটিই জানান নদীর ঘাটের শ্রমিকগণ

Daily Frontier News