ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার ঢাকাঃ-
. ১৩ই ডিসেম্বর ২০২৪ইং রোজ শুক্রবার ৯:৩০ টায় অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে। পরীক্ষার সাবজেক্ট চারটা বাংলা গণিত বিজ্ঞান বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান।শহীদ একাডেমিক স্কুল থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র আব্দুর রহমান নোমানী শ্রেণী চতুর্থ ছাত্র আবদুর রহমান নোমানি, আহনাফ জামান জোয়াইব, আবিদ, তাহসিন, মাহিম, বাণী, মাওয়া,আদর্শ স্কুলে পরীক্ষা দিয়েছে।
জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ এর সবচেয়ে বৃহৎ।প্রকল্প হচ্ছে বৃত্তি প্রকল্প। প্রকল্প ছাত্র ছাত্রীদের পড়াশোনায় প্রতিযোগিতায় ঘরে তোলে এবং আর্থিক সহযোগিতায় প্রদান করে থাকে। এই উল্লেখ্যে ফাউন্ডেশন তৃতীয় ও চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে প্রতি বছরই বৃত্তির পরিকল্প বাস্তবায়ন করে আসছে।
সকল ছাত্র-ছাত্রীদের স্কুল ও মাদ্রাসা উল্লেখিত শ্রেণী ছাত্র-ছাত্রীদের এতে অংশগ্রহণ করার সুযোগ পায়৷ এবং বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক বছরের জন্য এককালীন একটি প্রদান করা হবে।
স্যার ফলাফল জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ অফিসটা তাড়ানো ছাড়াও ওয়েবসাইট, ফেইবুক, স্থানীয়, জাতীয় পত্রিকা প্রকাশ সহ বিভিন্ন স্কুল এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী নিকট সরাসরি /ডাক যোগাযোগ পৌঁছানো হবে।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics