নিজস্ব প্রতিনিধি, মোঃ আনোয়ার হোসেন
রাজধানীর কামরাঙ্গীরচরে নিখোঁজের চার দিন পর নিজ কারখানার ভেতর থেকে ব্যবসায়ী মোঃ আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কামরাঙ্গীরচরের হাসান নগরে একটি স্কিন প্রিন্ট কারখানার ভেতরে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারখানার তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন- মিরাজ, রিফাত ও আফজাল।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, কর্মচারীরা কারখানায় ভেতরে জুয়া খেলতো। এ নিয়ে মালিক আলমের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা আলমকে হত্যা করে কারখানার ভেতরে মাটির নিচে পুঁতে রাখে। এ ঘটনায় তিন জন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
জানা গেছে, গত ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন মোঃ আলম। খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা-পুলিশের শরণাপন্ন হয় ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করে মঙ্গলবার সকালে কারখানার ভেতরে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিল কর্মচারীরা। তাতে বাধা দিলে আলমকে আঘাত করে অভিযুক্ত কর্মচারীরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটি চাপা দেয় তারা।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics