Daily Frontier News
Daily Frontier News

ময়মনসিংহে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভায় মাদকমুক্ত জীবনের শপথ গ্রহণ

 

শিবলী সাদিক খানঃ-

 

“মাদককে না বলি, সামাজিক আন্দোলন গড়ে তুলি ” শ্লোগানে রবিবার (০৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ, ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে জেলার যুবক/যুবতীদের চলমান প্রশিক্ষণ কোর্স (আউট সোর্সিং/ফ্রিলান্সিং, মৎস্য চাষ, ইয়ুথ কিচেন)এ অংশগ্রহণকারীদের নিয়ে “মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মোঃ মোখতার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাফরুল্ল্যাহ কাজল, অতিরিক্ত মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ; এম এম মোহাইমেনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ; এস.এম. আসিফ আল হাসান, সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে তরুণদের অগ্রনী ও সাহসী ভূমিকার কথা আলোচনা করেন। তিনি বলেন একটি উন্নত, বৈষম্যহীন, মাদক-সন্ত্রাসমুক্ত ও জবাবদিহিতা মুলক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের তরুনরাই সামনে থেকে নেতৃত্বে দিবে। পাশাপাশি তরুন এবং যুবকদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে বলে তাগিদ দেন। এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে উপস্থিত সকল তরুণ-তরুণী। এর আগে ডিআইজি মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন।
পরে প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্নকারীদের চেক-সনদ বিতরণ করা হয়।

Daily Frontier News