Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স– ইউএনও মোশারফ হোসাইন

 

আব্দুর রাজ্জাক,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)  

 

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা মঙ্গলবার (৩ ডিসেম্বর) রোজ মঙ্গলবার, বিকালে উপজেলার কালিকচ্ছ বাজারের শহীদ মিনার চত্বরে স্থানীয় জনতার উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথি, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন এ কথা বলেন।

.    সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সায়েদ হোসেন এর  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ-রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর, বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপন, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।

.    মাদকের সাথে স্থানীয় ভাবে জড়িত তৃতীয় লিঙ্গের (হিজরা) শিবানি (২৫), বিজলী (২৭) ও চোলাই মদ উৎপাদনে অভিযুক্ত হিরালাল রবি রায় মাদকের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় সভায় উপস্থিত হয়ে, জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ সব ঘৃণিত অপরাধ থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের জনগণ সহ সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন  ।

Daily Frontier News