Daily Frontier News
Daily Frontier News

যদুপুর সমাজ কল্যাণ পরিষদের মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধি।। 

 

১লা  ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় যদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৈষম্যহীন মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির  অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, সাদকপুর ইসলামীয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।

মোঃ নুরুন্নবী এর পরিচালনায় বক্তব্য রাখেন যদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আবদুল সালাম আজাদী, আয়েশা একাডেমীর অধ্যক্ষ আবদুর রব, যদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির আহমেদ। এসম উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক শাকিল আহমেদ,যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম পিয়াস,সদস্য সাব্বির হোসেন,উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান পিয়াস,তমাল, রাতুল,ইফাজ,লামিয়া এয়ার ট্রাভেলস এর মালিক এনামুল হক শান্ত, অভিভাবক জামাল হোসেন,মহসিন।

Daily Frontier News