Daily Frontier News
Daily Frontier News

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমানে ভারতীয় ইয়াবা ও গাঁজা আটক

 

মোঃ শাহিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া 

 

.      কুমিল্লা সেক্টর ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ মুকুন্দপুর বিওপির টহলদল কর্তৃক বিপুল পরিমানে ভারতীয় ইয়াবা ও গাঁজা আটক

.     ১লা ডিসেম্বর ২০২৪ইং তারিখে,রোজ রবিবার আনুমানিক ৪:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ মুকুন্দপুর বিওপির টহলদল কতৃক তথ্য-উপাত্তের ভিত্তিতে, বিজিবি কায়দা কানুন ব্যবহার করে, সীমান্ত পিলার ২০০৮/৬-এস ও ২০০৭/৭-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাঁনপুর এবং সেজামোড়া নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ।

.      উক্ত বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ৬,৬১৫ পিস এবং ভারতীয় গাঁজা ৪ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৯,৯৮,৫০০/- (ঊনিশ লক্ষ আটানব্বই হাজার পাঁচশত) টাকা। আটককৃত মাদকদ্রব্যসমূহ ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

.    লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

Daily Frontier News