নরসিংদী প্রতিনিধি :-
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০১ ডিসেম্বর) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা:সৈয়দ আমিরুল হক শামীম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু নঈম মোহাম্মদ জাহাঙ্গীর, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো: আবু কাউছার সুমন, সিনিয়র সহকারী কমিশনার,ভুমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা জাহান, সহকারী কমিশনার স্টাফ অফিসার টু ডিসি, এ এইচ এম আজিমুল হক ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ক্লিনিক্যাল থেরাপিষ্ট ডা: আবদুল্লাহ আল রাসেদ।
ক্লাস পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সকল শিক্ষার্থীদের কে গোলাপ ফুল দিয়ে অভিবাদন জানান এবং শিক্ষার্থীদের হাতে বিশেষ উপহার ও চকলেট তুলে দেন। এরপরই শিক্ষার্থীদের কন্ঠে দেশের গান, কবিতা, গজল ও পবিত্র কোরআন তেলওয়াত শুনেন।
জেলা প্রশাসকসহ সকল অতিথি শিক্ষার্থীদের এরকম প্রতিভার পারফরম্যান্স দেখে অভিমত প্রকাশ করেন, যে তাদের এই বিশেষ প্রতিভার কে কাজে লাগিয়ে মানব সম্পদে গড়ে তুলতে হবে।
এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা অনেকেই স্বাভাবিক জীবনে চলে আসছে।এ সময় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন,নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার ও সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics