রবিউল ইসলাম নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ন পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে ২৮ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন স্বপ্ন প্রকল্পের “স্বপ্ন” ২য় পর্যায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যের নিয়ে জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি হ্রাস করণ ও জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি হ্রাস করণ ও জলবায়ুর পরিবর্তন জনিত অভিযোজন বিষয় গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। যেমন: জাতীয় নীতি কাঠামো,দূর্যোগ হ্রাস ব্যবস্থাপনায় জেন্ডার মূলধারাকরণ,জেন্ডার সমতা ও সাম্যতা(Gender equality and equity),জেন্ডার (লিঙ্গ) বৈষম্য দূরীকরণের উপায় ও দূর্যোগঝুঁকি হ্রাস এর গুরুত্ব এবং সেক্স ও জেন্ডার এর পার্থক্য বিষয় গুলো গুরুত্ব দিয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন,১নং পোড়াগাঁও ইউনিয়নের ইউপি সচিব আব্দুর রশীদ এবং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নবী হোসেন,মুনছর আলম,ফারুক হোসেন,আনছারুল ইসলাম, হযরত আলী,আমিনুল ইসলাম দুলাল,হযরত আলী মেম্বার,ছামছুল আলম মেম্বার,মহিলা ভাইস-চেয়ারম্যান মনিরা পারভিন,শাজেদা বেগম সহ সকল ইউপি সদস্য। এছাড়াও এলাকার শিক্ষক আলেয়া খাতুন আলো,উজ্জ্বল মিয়া,সমাজসেবক আবুল হোসেন,গণ্যমান্য ব্যক্তি বীরমুক্তিযোদ্দ্বা আসমত আলী,সাংবাদিক রবিউল ইসলাম মুন্ডল,হামিদুল ইসলাম সহ ত্রিশ(৩০) জন অংশ গ্রহণ করেন।
এদিকে স্বপ্ন প্রকল্পের, স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার আরাফাত হোসেন,রেসপন্স বিডি লিমিটেডের মেহেদি হাসান ও ইউনিয়ন স্বপ্ন প্রকল্পের কর্মী মাছুদুর রহমান মাছুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics