Daily Frontier News
Daily Frontier News

তালায় দুধে ভেজাল র‌্যাবের অভিযানে বিশ হাজার টাকা জরিমানা সহ এক মাসের কারাদন্ড!

 

শাহিন বিশ্বাস জেলা প্রতিনিধি।

সাতক্ষীরার তালায় দুধে জেলি মিশ্রন এর দায়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সাতক্ষীরা র‌্যাব ৬

রবিবার ২০ অক্টোবর বিকেলে
র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সাতক্ষীরা, অফিসার ইনচার্জের সমন্বয়ে তালার জিয়ালা নলতা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
তালার জিয়ালা নলতা গ্রামে
মুকুন্দ মোহন ঘোষের পুত্র
বিপুল কুমার ঘোষ (৩৬) কে (২০ হাজার) টাকা জরিমানা সহ ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । এসময় রাসায়নিক দ্রব্য কেমিক্যাল মিশ্রিত ৩০০ কেজি দুধ ধ্বংস করা হয়।
অবৈধভাবে দুধে রাসায়নিক দ্রব্য ক্যামিকেল মিশ্রণ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তার বিরুদ্ধে ৪০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। এবং দুধে জেলি মিশ্রণ করার কাজে ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধার করে জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যামে সাজাপ্রাপ্ত আসামীকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়।ক জব্দকৃত দুধ ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।

Daily Frontier News