Daily Frontier News
Daily Frontier News

জামায়াতে ইসলামী হিন্দের মগরাহাট ইউনিটের সীরাতুন্নবী মহফিল অনুষ্ঠিত ঘোলা নওয়াপাড়া জামে মসজিদে

 

কলকাতা নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ঘোলা নওয়াপাড়া ইউনিটের উদ্যোগে সীরাতুন্নবী মহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক ও সময়ের সাথে তার জীবনের দ্বীন ইসলামের প্রচারের ভূমিকা পালন নিয়ে আলোচনা করা হয়। দ্বীনের দাওয়াত ও ইসলামের প্রচারের বিভিন্ন সময়ের তৎপরতার উপর আলোচনা করা হয়।সীরাতুন্নবী দিবসে মধ্যে এশিয়ার ফিলিস্তিনের উপর জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরেন মগরাহাট পশ্চিমের জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব ফরিদুল ইসলাম সরদার সাহেব। নবীর জামানায় ইসলামী আন্দোলন শুরু ও তার প্রসার এবং দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যারা সঙ্ঘাতের পথে গিয়ে দ্বীন ইসলামের প্রতিষ্ঠা করেন। তাতে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় ঘাত প্রতিঘাত এসেছে। কিন্তু দ্বীন ইসলামের ইতিহাসের বিকাশ ঘটেছে। প্রতিষ্টিত হয়েছে দ্বীন ইসলাম। বহু শহীদের রক্তের বিনিময়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আজকের সভায় বিশ্ব নবীর জীবনী ও সাহাবায়ে কেরামের দ্বীনের দাওয়াত ও তাবলীগের কথা তুলে ধরে হয়। এবং আজকের দিনে সীরাতুন্নবীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু সাঈদ মাওলানা মুফতী মোসতাজুল হক মাওলানা নাজিমুদ্দিন সাহেব ও মাওলানা মুফতী সুজাউদ্দিন সাহেব মাওলানা বরকতুল্লাহ সাহেব নাজিম জনাব ফরিদুল ইসলাম সরদার মগরাহাট ১, নাম্বার ব্লক। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ উপস্থিত ছিলেন।।

Daily Frontier News