Daily Frontier News
Daily Frontier News

ভারতের সর্বোচ্চ আদালতের ৫১,তম প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হতে চলেছেন সঞ্জীব খান্না

 

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

আগামী ১০,ই নভেম্বর ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না। তিনি বর্তমান ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড় এর স্থলাভিসিক্ত হবেন। দীর্ঘ ৪০, বছরের আইনজীবী হিসেবে কাজ করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না। তিনি ১৯৮৩, সালে আইনজীবী পেশায় যুক্ত হন। এবং তার পর ২২, বছর বাদে প্রথম বিচারপতি হিসেবে নির্বাচিত হন তিন হাজারি কোর্টে। এবং এখনে দীর্ঘদিন বিচারপতি হিসেবে কাজ করার পর,২০০৫, সালে ভারতের দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত হন। এবং দক্ষতার সঙ্গে তিনি বিচারপতি হিসেবে কাজ করছেন। এবং ২০১৯, সালে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।আর ঠিক পাঁচ বছর পর ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তার নাম প্রস্তাব করেন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না র নাম কলোজিয়াম এ এবং ভারতের আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেন।সব কিছু ঠিক থাকলে আগামী ১০,ই নভেম্বর ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না নির্বাচিত ও শপথ গ্রহণ করবেন। বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না ভারতের জম্বু ও কাশ্মীরের উপর ৩৭০, ধারা বাতিলের বৈধতা নিয়ে রায় দেন। এবং ভারতের ইলেট্রোপল বন্ড বাতিল করা নিয়ে যুগান্তকারী রায় দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সজ্ঞীব খান্না কে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী সহ আইন মন্ত্রণালয়ের সচিব ও সুপ্রিম কোর্টের অনন্যা বিচারপতিরা।।

Daily Frontier News