Daily Frontier News
Daily Frontier News

আজ ভারতের জম্বু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওমর আবদুল্লা

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

দীর্ঘ ছয় বছর পর ভারতের জম্বু ও কাশ্মীরের সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে সেখানকার মানুষ। এই রাজ্যের ৯০, টি আসনের বিধান সভা নির্বাচনে কোন দল একভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নি। তবে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স এবং ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে জোট বেঁধে নির্বাচনে অংশ নেয়। এবং অন্যদিকে বিজেপি ও পি ডি এফ নেত্রী মেহবুবা মুফতি দল ও অন্যান্য আঞ্চলিক দল নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়। এবং একক বৃহত্তম দল হিসেবে নির্বাচিত হন ওমর আবদুল্লা ন্যাশনাল কনফারেন্স।তারা ৯০, টি আসনের মধ্যে ৪২, টি আসন পায় এবং তার সহযোগী দল ভারতের জাতীয় কংগ্রেস পায় ছয়টি আসন এবং বিজেপি পায় ২৯,, টি আসন এবং মুফতি মেহবুবা র দল পি ডি এফ পায় ৩, টি আসন বাদবাকি নির্দল বিধায়ক। জম্বু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিং ওমর আবদুল্লা কে কে শপথ নিতে ডাকেন। এবং আজ জম্বু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসেন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী বড়রা। এবং উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও এস পি নেতা অখিলেশ যাদব ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আজকের এই জম্বু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে ওমর আবদুল্লা কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকাজ্জুন খাগরে সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।।

Daily Frontier News