Daily Frontier News
Daily Frontier News

নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ১১ উপজেলার সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

ফজলুল করিম সবুজ (নওগাঁ)-

নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)জেলা শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে মোঃখোরশেদ আলম, প্রতিনিধি জাতীয় দৈনিক লাখো কণ্ঠ ও সভাপতি মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখা। প্রধান অতিথিঃডাক্তার,ইকরামুল বারী টিপু,এমবিবিএস ও উপদেষ্টা মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখা। সভা সঞ্চালনা করেন,আঃমালেক সভাপতি ধামুরহাট উপজেলা প্রেসক্লাব।উক্ত অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃফজলে মোওলা সভাপতি বদলগাছী উপজেলা প্রেসক্লাব,সাঃসম্পাদক মোঃহাফিজুর রহমান সাঃসম্পাদক, বরুন মজুমদার সভাপতি মহাদেব পুর উপজেলা শাখা ও সহ সভাপতি জেলা শাখা,আক্কাস আলী সহ সভাপতি, মোঃ নাদিম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা শাখা, মোঃসাকাওয়াত হোসেন সাঃসম্পাদক মহাদেব পুর উপজেলা শাখা, মোঃআজিজুল ইসলাম সভাপতি নিয়ামতপুর উপজেলা শাখা ও সহসভাপতি জেলা শাখা,মোঃফজলুল করিম সবুজ সাঃসম্পাদক মান্দা উপজেলা শাখা,মোঃরইচ উদ্দীন সহ অর্থ সম্পাদক জেলা শাখা,মোঃওয়াসিম রাজু প্রচার সম্পাদক জেলা শাখা, মোঃবুলবুল চৌধুরী সভাপতি পত্নী তলা উপজেলা প্রেসক্লাব ও নির্বাহী সদস্য জেলা শাখা, মোঃতুষার আহমেদ দপ্তর সম্পাদক জেলা শাখা প্রমূখ।উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন বর্তমান সময়ে, উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক কিছু নেতার দ্বারা হয়রানির শিকার হচ্ছি।কোন ভাবে যেন কোন সাংবাদিক কোন বৈশম্যের শিকার না হয় এবিষয়ে জেলার নেতৃবৃন্দের কাছে সুদৃষ্টি রাখার আহবান জানাই।জেলা কমিটি কে সুসংগঠিত করতে যা সার্বিক সহায়তা দরকার তা উপজেলা কমিটির নেতৃবৃন্দ করবে বলে আশ্বাস দেন।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃখোরশেদ আলম বলেন,আজকে বেশির ভাগ সাংবাদিক, নিজেদের দ্বারা নিজেরাই নির্যাতিত হচ্ছে। সাংবাদিক কোন দল,ধর্ম,বর্ন কিংবা কোন গোষ্ঠীর না,আমার জাতীয় সম্পদ আমরা জাতীর বিবেক। আমরা সবসময় নির্যাতিতদের পক্ষে, অন্যায়ের বিপক্ষে কাজ করি এবং আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। সাংবাদিক কে কোন সংগঠনের এটা মূখ্য বিষয় না। যেখানে সাংবাদিক নির্যাতিত হবে সেখানেই মফস্বল সাংবাদিক ইউনিয়নের সদস্য গন পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করছি।নওগাঁর পুলিশ ও জেলা প্রশাসন আমাদের অতীতে বিভিন্ন সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং নবাগত জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপার পরিচিত অনুষ্ঠানে আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের নায্য দ্বাবি দাওয়ার প্রতি তাদের সুদৃষ্টি রাখারবেন।

Daily Frontier News