Daily Frontier News
Daily Frontier News

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশু সহ আটক ৮

 

আব্দুল আওয়াল খান ভ্রাম্যমান প্রতিনিধি।

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ৮ জনকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির সদস্যরা। এর মধ্যে রয়েছে ৩ জন নারী, ৩ জন শিশু, ২ জন পুরুষ।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিজিবি পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৯/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর নামক স্থান হতে ০৮ জন বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের সময় আটক করা হয়।

আটককৃত নাগরিকরা হলো, সোনাকান্ত দাস (৬০), ছায়া দাস (৭০), সতী দাস (২৭), রাই দাস (০৩), অমল চন্দ্র দাস (৩৫), গীতা রানী দাস (৩০), সাই রানী দাস (০৮), উরমী রানী দাস (০৪)। তাঁরা সবাই একই পরিবারের সদস্য।

নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের অভ্যন্তরে শিলচর নামক এলাকায় বসবাসরত তাদের মামার বাসায় অবস্থান করে দূর্গা পুজা উপভোগ করার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গমনের সময় ধর্মঘর বিওপির টহলদলের নিকট ধৃত হয়।

বর্ণিত আসামীদেরকে আটকের সময় তাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহযোগিতাকারী মানব পাচারকারীর দালাল যথাক্রমে (১) মোঃ শিপন মিয়া, পিতাঃ মৃত আব্দুল মোমিন, গ্রামঃ সন্তোষপুর, পোষ্টঃ ধর্মঘর, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ, (২) ছুটু মিয়া, পিতাঃ মৃত মধু মিয়া, গ্রামঃ সন্তোষপুর, পোষ্টঃ ধর্মঘর, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ এবং (৩) জাকির হোসেন, পিতাঃ ফরিদ উদ্দিন, গ্রামঃ কালিকাপুর, পোষ্টঃ ধর্মঘর, থানাঃ মাধবপুর, জেলাঃ হবিগঞ্জ পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত নারী ও পুরুষদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সহযোগিতাকারী মানব পাচারকারী দালাল পলাতক আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করতঃ থানায় সোপর্দ করা হয়েছে, যার মামলা নম্বর- ০৮।

Daily Frontier News