Daily Frontier News
Daily Frontier News

জাপানের সহযোগিতায় বুড়িচংয়ে ১২০০ পরিবার পেল ১ মাসের খাদ্য সামগ্রী

 

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

 

পিস উইন্ডস জাপান এবং ঢাকা কমিউনিটি হসপিটাল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে শিকারপুর প্রফেসর বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। প্রত্যেকটি পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি চাল, তেল, আলু, পিয়াজ, লবণ ,ডালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয় ।

খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

প্রফেসর নুরুল ইসলাম ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন, পিস উইন্ডোজ জাপান এর কর্মকর্তা সাচিয়ে সাইজো, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, হাসি চাকমা, মিলন দত্ত, মোহাম্মদ আরমান হোসেন, হাসনাইন জুবায়েদ নোমান, সেলিম হোসেন, মোঃ সোহান আলী, শেখ ফজলে রাব্বি, ডাক্তার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া (ইমন) এবং এডভোকেট মেহেদী হাসান সহ আরো অনেকেই।

Daily Frontier News