মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, মৌলভীবাজার প্রতিনিধি:-
মৌলভীবাজারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে শায়খুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠিত।
গতকাল শনিবার (২৮ অক্টোবর) শহরের রুমেল কমিউনিটি সেন্টারে জেলার সদস্য সচিব মাওলানা জামিল আহমদ আনসারী ও যুগ্ম সদস্য সচিব মুফতি আশরাফুল হকের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আহবায়ক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, জেলা জমিয়তের উপদেষ্ঠা মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। জমিয়তের সকল নেতাকর্মীদেরকে শায়খুল হিন্দের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানিয়েছেন তিনি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রধান বক্তার দীর্ঘ বক্তব্যের এক পর্যায়ে বলেন শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী ছিলেন বিদগ্ধ আলেমে দ্বীন, ভারতবর্ষ স্বাধীনতার এক মহান সেনানী এবং রেশমী রুমাল আন্দোলনের পুরোধা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমী, সিলেট জেলা সভাপতি মুফতি মজিবুর রহমান, সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মাওলানা তাফহিমুল হক প্রমুখ।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics