Daily Frontier News
Daily Frontier News

বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ করলো মাটির টানে সেবা মুলক সংগঠন।

 

 

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ-

ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ২৮/০৯/২০২৪ শনিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ বিতরণ কর হয়।ভারতের ঢলে জেলার প্রতিটি উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে বসতবাড়ি, মাছের খামার, মৌসুমি ধান ক্ষেত, শাক সব্জি ও রাস্তাঘাটের ক্ষতিগ্রস্ত হয় ও ওই এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।

বন্যায় পরবর্তী সময়ে ভিন্ন রোগে আক্রান্ত হওয়া মানুষের পাশে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য বিনামূল্যে ঔষধ ও ডাক্তার নিয়ে দাড়িয়েছেন ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন থেকে মাটির টানে শিক্ষা বান্ধব ও সমাজ সেবা মূলক সংগঠনের উদ্যোগে রোগীদের মধ্যে ঔষধ ফ্রি চিকিৎসা দেওয়া হয়।

মাটির টানে সংগঠনটি যাদের স্বপ্নে গড়া,
ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী(কানাডা)মাস্টার রুস্তম আলী (ইংল্যান্ড)মিঃ জগদীশ চৌধুরী (আমেরিকা) মোঃ মকসুদ মিয়া (ইংল্যান্ড) মোঃ রুহুল আমীন (ইংল্যান্ড) মোঃ মনোয়ারুল ইসলাম চৌধুরী (ইংল্যান্ড) বিধান চন্দ্র (কানাডা) মোহাম্মদ আসীক মিয়া বাংলাদেশ,

শিক্ষা কার্যক্রমে সহযোগিতায়,মোহাম্মদ রাহেল মিয়া, (বাংলাদেশ) মোহাম্মদ বদরুল আলম কেনু, (বাংলাদেশ)

চিকিৎসা সেবা কার্যক্রমে,সহযোগিতা করেছেন হাজী মোহাম্মদ ওমর আলী, (ইংল্যান্ড) হাজী মোহাম্মদ মুবাশ্বির আলী, বাংলাদেশ মোঃ ছালেহ আহমেদ।

চিকিৎসা সেবা কার্যক্রম টিম,
বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মোঃ আসীক মিয়া, সাংবাদিক মোঃ ফজল উদ্দিন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার মোঃ আখতারুজ্জামান নাহিদ,ডাক্তার এ কে এম আজাদুর রহমান,ডাক্তার মোঃ শাহিন আলম, ডাক্তার মিজানুর রহমান,ডাক্তার শ্রী শিপুল দাস, ডাক্তার শ্রী সুমন্ত নাথ,

পরে যুব সমাজ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় সোনাগাজী এলাকায় বন্যায় পরবর্তী ভিন্ন রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Daily Frontier News