ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
বাংলাদেশের নবাবগঞ্জ জেলা র বাসিন্দা সাগর সেখ, তিনি ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক কাঁটা তারের সীমান্ত টপকে ডুকে পড়েছিল দীর্ঘদিন আগে। কাজের খোঁজে চলে যায় ভারতের বোম্বাই শহরে। সেখানে শ্রমিকের কাজ করার সময় তার ফেসবুকে আলাপ হয় পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায় এক গৃহবধুর সাথে।ক্রমে প্রেমের জালে ফেঁসে যায় ঔ গৃহবধূ। এই ঘটনার পর জানাজানি হয়ে যায়। এবং গৃহবধু র স্বামী আলমগীর তাকে বোকাসোকা করেন।এর পর ঔ গৃহবধূ তার দুই সন্তান রেখে চলে যায় বাপের বাড়িতে। এবং সেখান থেকে তার বাংলাদেশের প্রেমিক সাগর সেখের হাত ধরে ভারত ও বাংলাদেশের কাঁটা তারের আন্তর্জাতিক সীমান্ত টপকে পারাপার হয়ে যায়। এই ঘটনার পর আলমগীর তিনি লালবাগ মহকুমা পুলিশ সুপার শ্রী সপ্তর্ষি ভট্টাচার্য কাছে অভিযোগ করেন। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বলেছেন। অন্যদিকে সাগর সেখের খোঁজ দিতে পারলে আগাম এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন পালাকত স্ত্রীর স্বামী আলমগীর।। এই ঘটনার পর হইচই পড়ে যায় গোটা মুর্শিদাবাদ জেলায়।।
Copyright © 2024 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics