Daily Frontier News
Daily Frontier News

কঠোর নিরাপত্তা র মধ্যে দিয়ে আগামী কাল জম্বু ও কাশ্মীরের বিধান সভার নির্বাচন হতে চলেছে

 

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

উত্তাল ও অগ্নিগর্ভ জম্বু ও কাশ্মীরের নির্বাচন হতে চলেছে আগামী কাল সকালে। ইতিমধ্যেই ভারত ও পাকিস্তানের সীমান্ত এলাকায় সীল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন যায়গায় ড্রোন দিয়ে আকাশ পথে নজরদারি চালিয়ে যাচ্ছে ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা। ভারতের জম্বু ও কাশ্মীরের বিভিন্ন যায়গায় টহলদারি জোতদার করেছেন সামরিক বাহিনীর সদস্যরা। বিভিন্ন যায়গায় সি সি টি ভি ক্যামেরা লাগানো হয়েছে। চলছে কড়া চেকিং। সাম্বা ও উরি এবং বারমুলা বৌচারী অন্তনাগ সহ ভারতের সীমান্ত এলাকা সীয়াচিন বারবার কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সবধরনের ব্যাবস্থা করা হয়েছে। পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর তৈইবা ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট সহ আঞ্চলিক কিছু জঙ্গি সংগঠন এই নির্বাচন বানচাল করতে চাইছে। কিন্তু দীর্ঘ 10, বছর পর ভারতের জম্বু ও কাশ্মীরের নির্বাচনে সাধারণ মানুষের অধিকার যাতে দিতে পারে তা সুনিশ্চিত করতে চায় ভারত নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভারতের স্বরাস্ট্র দপ্তর ও জম্বু ও কাশ্মীরের পুলিশ এবং সি আর পি এফ জওয়ানরা পৌঁছে গেছে গভীর জঙ্গলে র মধ্যে বসবাস করি এখানকায়।উচ্ছু পাহাড় ও টিলার উপর দিয়ে নজরদারি চালিয়ে যাচ্ছে সামরিক বাহিনীর সদস্যরা। ভারত জম্বু ও কাশ্মীরের নির্বাচনে অংশ নিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস ও বিজেপি এবং ন্যাশনাল কনফারেন্স এবং মুফতি মেহবুবা মুফতি র জি ডি পি সব বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। নির্বাচন শুরু হবে আগামী কাল সকাল,25, ই সেপ্টেম্বর এবং 1, লা অক্টোবর।ভোট গননা শুরু হবে আগামী 4 ই অক্টোবর। এই নির্বাচনে কোন দল জম্বু ও কাশ্মীরের ক্ষমতায় আসতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 ই অক্টোবর পর্যন্ত।।
তারিখ 17,09,2024, মঙ্গলবার সকাল সাড়ে দশটা।

Daily Frontier News