আল আমিন সরদার সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-
সম্প্রতি পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর থেকে ৫০ গ্রাম গাজা সহ আটক হয় থানা শ্রমিক লীগের সভাপতি শহিদুল বিশ্বাস। সে যুগীপুকুরিয়া গ্রামের বাচন বিশ্বাসের মেজো ছেলে। এদিকে শহিদুল বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর তার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। তিনি বলেন, শহিদুলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদক সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে, এজন্য তাকে বিভিন্ন সময়ে সতর্ক করা হয়। মাদকসহ গ্রেফতার হওয়ায় তাকে এবার বহিষ্কার করা হয়েছে। এদিকে গঠনতন্ত্র অনুযায়ী পাটকেলঘাটা থানা শ্রমিক লীগের সভাপতি শহিদুল বিশ্বাস দল থেকে বহিষ্কার হওয়ায় দলের সিনিয়র সহ – সভাপতি আব্দুল্লাহ আল মামুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন। আব্দুল্লাহ আল মামুন এর আগে সারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও পরবর্তীতে থানা সম্মেলন প্রস্তুত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics