Daily Frontier News
Daily Frontier News

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার

গত ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা- ২০২৪ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এর সভাপত্বে একাডেমিক সুপারভাইজার রোকসানা পারভিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ধর্মঘর ডিগ্রি কলেজর অধ্যক্ষ আলী আজগর, শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার, প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলাউদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেমদাময়ী বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আদ্রিতা দেব চৌধুরী, ধর্মঘর ডিগ্রি কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার ও সৈয়দ সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী আশরাফুল বারি খান শাকিল প্রমূখ। সভাপতি তার বক্তব্যে বলেন,- ” ছাত্র -জনতার বিপ্লবের আকাঙ্খাকে বুকে ধারণ করে, নতুন বাংলাদেশ বিনির্মানে আমাদের সবাইকে কাজ করতে হবে, এ লক্ষ্যে শিক্ষার্থীদেকে পড়ালেখার পাশাপাশি এ ধরনের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সুনাগরিক হিসেবে এবং সেই সাথে মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে বেড়ে ওঠতে হবে। ” ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, -“শুধু বুদ্ধি অনেক সময় কুলোয় না, হৃদয়ের অনুশাসন দরকার। জ্ঞানী অবশ্য হতে হবে, সেই সাথে তোমাদেরকে হৃদয়বান সমৃদ্ধ মানুষও হতে হবে।” শাহজালাল সরকারি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, “- রাষ্ট্র সংস্কারের কাজে অন্যান্য বিষয়ের সাথে শিক্ষা ব্যবস্থার সংস্কারকে যুক্ত করতে হবে। বিশেষ করে পরীক্ষা পদ্ধতিকে সম্পূর্ণভাবে নকল মুক্ত করতে হবে। তা নাহলে প্রকৃত মেধাবীদের মূল্যায়ন হবে না। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, তোমরা দুর্নীতি মুক্তভাবে পরীক্ষা দিয়ে পাশ করে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে, নতুন বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রাখবে । ”

কাওছার আহমদ
মাধবপুর প্রতিনিধি

Daily Frontier News