Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগর পাবলিক লাইব্রেরিতে সর্বোচ্চ বই পড়ুয়াদের পুরস্কার

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

.     ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে সর্বোচ্চ উপস্থিত থেকে বই পড়ুয়াদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরিতে ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল,মে,জুন,জুলাই, মাসের ধারাবাহিকতায় আগস্ট মাসে পাবলিক লাইব্রেরিতে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়ুয়া দের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এঁর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সকলের মাঝে বই পাঠের আগ্রহ তৈরি, বই ভিত্তিক ও জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির লক্ষে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, স্বপ্নীল ক্যাডেট কোচিং সেন্টার পরিচালক মোঃ আনিসুল ইসলাম, চিলড্রেন একাডেমি সেন্টারের প্রতিষ্ঠাতা মোঃ হারুন উল রশীদ প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, সরকারি মহাবিদ্যালয় এঁর প্রভাষক মনিরুল ইসলাম চৌধুরী(কামাল), লাইব্রেরিয়ান পরিমল দাস, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, শিক্ষক, বই পড়ুয়া ছেলে /মেয়েসহ এলাকার সুধীজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া এঁর প্রচেষ্টায় প্রতি মাসে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়ুয়াদের মাঝে পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করায় পাবলিক লাইব্রেরিটির সৌন্দর্য ফিরে এসেছে এবং নতুন বই পড়ুয়া পাঠকদের আগ্রহ তৈরি হচ্ছে।

Daily Frontier News