Daily Frontier News
Daily Frontier News

হাস্যকর আন্দোলনের ফাঁদে বাংলাদেশ ! কঠোর হস্তে শাসন জরুরী ! শতাব্দীর সেরা বোবা কান্না মগ্ন দেশের আপামর জনতা

 

 সাংবাদিক তরিকত-ঃ-

.     এককথায় আন্দোলন ভাইরাস ছড়িয়ে পড়ছে সকলের মাঝে, এ যেন আন্দোলনের বিশ্ব – বাজার বা মেলা বসেছে বাংলাদেশে।এসব তথাকথিত আন্দোলন রাস্ট্রের ভিত কত নড়বড়ে তা জানান দিচ্ছে।কঠোর শাসক বিহীন এক আয়নার প্রতিচ্ছবি এসব আন্দোলন ও অরাজকতা।

.     কবির ভাষায় শক্তের ভক্ত নরমের যম এর সর্বোচ্চ উদাহরণ বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি। এ ভাবে চলতে থাকলে মনে হয় আর কিছু দিন পর দেশের বিবাহিত ৫০% নারী পরকীয়া আসক্ত স্বামীদের বিরুদ্ধেও আইন পাসের আন্দোলন করবে তাছাড়া ভিক্ষুকরাও তাদের বিভিন্ন দাবি নিয়া আন্দোলন করবে মোট কথা কত শত আন্দোলন হচ্ছে আর হবে তার হিসাব মেলানো মহা- দুষ্কর। এভাবে অরাজকতা -আন্দোলন- কিছু বৈষম্য বিরোধী ছাত্রদের চলমান দাম্ভিকতা চলতে থাকলে আরেকটা দল-মত- নির্বিশেষে জনতার জনবিস্ফোরণ সময়ের ব্যাপার মাত্র।

.   সারা দেশের বর্তমান সার্বিক পরিস্হিতির আলোকে আপামর জনতার বোকা কান্না ছাড়া যেন কোন উপায় নেই।বর্তমান সরকারের উচিত হবে দ্রুত কঠোর হস্তে রাস্ট্র পরিচালনা করা এবং রাস্ট্রের স্থিতিশীলতা ফিরিয়ে শান্তি স্হাপন করা আর নহে দেশ মিশর ও শ্রীলঙ্কার পথে হাটবে…।

………… লেখকঃ সাংবাদিক তরিকত

Daily Frontier News