Daily Frontier News
Daily Frontier News

আজ আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যেগে ছাত্র ও ছাত্রীদের নিয়ে রোড শো।

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

প্রতি বারের ন্যায় এই বছর আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে উস্তি থানার ওসি আসাদুল সাহেবের উদ্দোগে একটি বিশাল ও মিছিল বের হয় উস্তি থানা থেকে উস্তি হাট হয়ে উস্তি কেসিপি পাল উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত। এই মিছিল দেখার মতো। এই মহামিছিলে ভাগ নেয় উস্তি কেসিপি পাল উচ্ছ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী কল্লোল মন্ডল ও উস্তি থানা র অফিসার সন্তুবাবু। এছাড়া এই মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী ও ছাত্রী ও ছাত্র উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য যে সরকার যখন মাদকদ্রব্য আইনে র দ্বারা মাদকদ্রব্য বিক্রি করছেন তখন প্রশাসনের কর্মকর্তারা দেখে দেখতে পায়না। কিন্তু সরকার যদি সক্রিয় ভূমিকা পালন করে তাহলে মাদকদ্রব্য সমাজ থেকে নির্মূল হবে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যেগ কে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এই উদ্দোগ আগামী দিনে মাদকদ্রব্য সচেতন হতে সাহায্য করবে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে বড় ভূমিকা পালন করতে বাধ্য হবে। তবে পশ্চিম বাংলার সরকার যদি সক্রিয় ভূমিকা পালন করে তাহলে আগামী দিনে মাদকদ্রব্য সমাজ থেকে দূরে থাকবে।।

Daily Frontier News